ভুট্টাক্ষেত পড়ে ছিলো রাজ্জাকের লাশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৪ জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে রাজ্জাক মন্ডল (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৮ মার্চ সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ি এলাকায় ভুট্টার জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজ্জাক মন্ডল উপজেলার হারুয়াবাড়ি গ্রামের সুরুজ্জামান মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, রোববার রাতে রাজ্জাক মন্ডল তারাবি নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পরিবারের লোকজন রাতে বিভিন্ন জায়গায় তার খোঁজাখুঁজি করে। আজ সোমবাব সকালে হারুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে ভুট্টার খেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। Related posts:জামালপুরে তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধনজামালপুরে কষ্টি পাথরের মুর্তিসহ দুই চোরা চালানকারী গ্রেফতারনারী ও শিশু নির্যাতন মামলা॥ ২৪ ঘন্টার মধ্যেই মামলার চার্জশিট দিল পুলিশ Post Views: ১০৯ SHARES জামালপুর বিষয়: