জামালপুরে ভূমিদস্যু চক্রের ৩ সন্ত্রাসী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪ জামালপুর পৌর এলাকার বগাবাইদ এলাকা থেকে ভূমিদস্যুতার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করে ২৯ মার্চ বিকেলে কোর্টে প্রেরণ করেছে জামালপুর সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন ওসি মোহাব্বত কবিরের নির্দেশে আসামিদের গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করা হয়েছে। জানা গেছে, জামালপুর পৌর এলাকার বিভিন্ন গ্রামে দীর্ঘদিন যাবৎ ধরে স্থানীয় একটি প্রভাবশালী ভুমিদূশ্য এলাকার অসহায় নিরীহ লোকজনের জায়গা জমি দখল করে আসছিলো ওই চক্রটি। এ অবস্থায় গত ৬ মার্চ বগাবাইদ গ্রামে ফয়সাল খান বাবু পৈতৃক সম্পত্তি অবৈধ্যভাবে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে গেলে ফয়সাল খান বাবুর স্ত্রীর তাহের জাহান মোবাইলে ভূমিদস্যুদের ছবি ধারণ করতে গেলে তাকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ঘটনা স্থলে উপস্থিত হলে তাকেও মারধর করলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক নেতারা হাসপাতালে হাসপাতালে গিয়ে খোজখবর নেন। অগত্যা ভূমিদস্যুদের বিরুদ্ধে ফয়সাল খান বাবুর স্ত্রী বাদী হয়ে রিয়াদ হাসান খানসহ চিহিৃত কয়েজন সন্ত্রাসী আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। ওই আজ ২৯ মার্চ ভোররাতে অভিযুক্ত আসামি মধ্যে চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পৌরসভার চন্দ্রাঘুন্টি গ্রামের আলম ওরফে গেনার পুত্র মামুন মিয়া, বগাবাইদ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আলী ও নাজমকে গ্রেপ্তার করে। জামালপুর সদর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে সদর থানায় মামলা ( নম্বর – ৬৮/১৮৯, তাং -২৭ মার্চ ২০২৪ইং) দায়েরের পর তাদের আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়াও মামলার অন্য আসামী রিয়াদ হাসান খানসহ বাকিরা পালিয়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে। Related posts:শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়াজামালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুনিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Post Views: ১২৩ SHARES জামালপুর বিষয়: