তৃতীয় লিঙ্গের মুন্নী দেওয়ানগঞ্জের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ২২, ২০২৪ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তীয় লিঙ্গের মুন্নী আক্তার। গতকাল মঙ্গলবার (২১ মে) এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মুন্নী আক্তার নির্বাচনে সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা.মাজেদা পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ নির্বাচনে আরও অংশ নিয়েছিলেন ফুটবল প্রতীকে মিরা আক্তার, হাঁস প্রতীকে মোছা. রশিদা বেগম, বৈদ্যুতিক পাখা প্রতীকে মোছা. রোকসানা আকতার, প্রজাপতি প্রতীকে মোছা. মরিয়ম বেগম। মুন্নী আক্তার বলেন, দেওয়ানগঞ্জের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসেন। গতবার আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্ত বয়স স্বল্পতার কারনে করতে পারিনি। এ বার নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। এ জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মো. জাহিদ হাসান প্রিন্স বলেন, এ বারের নির্বাচন হবে অবাধ সুষ্ঠ’ ও নিরপেক্ষ হয়েছে। কোনো কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২১ হাজার ৯১৬ জন। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সর্বমোট ২৩ জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। Related posts:জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা, ৬ পুলিশ আহতদেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভানিরক্ষরমুক্ত জামালপুর প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক Post Views: ১১৮ SHARES জামালপুর বিষয়: