জামালপুরে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৪ জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি ১ এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করে ৩১ মে শুক্রবার দুপুরে কারাগারে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন। পুলিশ সূত্রে জানায়,৩১ মে পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি ১ এর অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ১২টা ৫০ মিনিটে জেলার মেলান্দহ উপজেলার দূরমুট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো: বেলাল শেখ (৪৫) পিতা- মৃত করিম শেখ,গ্রাম-সুলতান খালি (মাইচ্ছাপাড়া) এর বাড়িতে বিশেষ অভিযান চালায়। এ সময় তার বসতঘর হতে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। ওই ইউপি সদস্য বেশ কিছুদিন যাবৎ সকলের অগোচরে মাদক ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন বলেন, আসামীকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসা বাদ করলে আরো তথ্য বেরিয়ে আসবে। Related posts:অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল সরকার: জামালপুরে মামুনুল হকজামালপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের দাবিতে মানববন্ধনজামালপুরে তিন ফসলি জমি রক্ষায় মানববন্ধন Post Views: ৮৮ SHARES জামালপুর বিষয়: