কুড়িগ্রামে ১৫ হাজার পরিবার পানিবন্দি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪ কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১৫ হাজার পরিবার। এসব এলাকার সড়ক তলিয়ে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চরাঞ্চলের অনেক ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, কুড়িগ্রামের তালুক শিমুলবাড়ী পয়েন্টে ধরলা পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমারের পানি। কুড়িগ্রাম পানি উন্নযন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। Related posts:আরএমপি পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করলেন পুলিশ কমিশনার আনিসুর রহমানউখিয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবকশীগঞ্জে মুজিববর্ষের র্যালিতে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ Post Views: ১০২ SHARES সারা বাংলা বিষয়: