কোটা ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করবে ছাত্রলীগ : সাদ্দাম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ কোটা ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এ ঘোষণা দিয়েছেন। ১৫ জুলাই সোমবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে কোটা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। ছাত্রলীগ সভাপতি বলেন, ‘রাজু ভাস্কর্যের সামনে আমাদের নেতাকর্মীরা অল্প কিছুক্ষণের মধ্যে সমবেত হবে। সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশের বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে। যৌক্তিক পরিকল্পিত উপায়ের সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।’ তিনি বলেন, ‘তবে আজকের যে আন্দোলন তা সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে যারা আমাদের মুক্তিযুদ্ধ চেতনা একটা সম্পূর্ণভাবে অবিশ্বাস করে। তাদের হাতে আন্দোলনের রিমোর্ট কন্ট্রোল চলে গেছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আমরা এটাকে মোকাবিলা করব। যারা আজকেও বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত রাখে আমরা তাদের দেখে নেব।’ Related posts:স্বাস্থ্যবিধি মেনে চলবে বাণিজ্য মেলাধর্মকে ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে : রাষ্ট্রপতিবঙ্গভবন এলাকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন Post Views: ৮৬ SHARES জাতীয় বিষয়: