পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি কার্যকর করেছে ইরান, এমন তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ। বিচার বিভাগের অনলাইন মাধ্যম ‘মিজান অনলাইন’-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকানের ভুক্তভোগী পরিবার শুরু থেকেই মামলার আইনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিল এবং তারা প্রকাশ্যে ফাঁসি কার্যকরের আবেদন জানায়। প্রদেশটির প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেন, “ঘটনাটি জনমনে গভীরভাবে নাড়া দেওয়ায় মামলাটি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।” চলতি বছরের মার্চে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, যা পরবর্তীতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আদালত কর্তৃক অনুমোদিত হয়। ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড – সাধারণত ফাঁসির মাধ্যমে – খুব একটা অস্বাভাবিক নয়, তবে সাধারণত এটি বিশেষভাবে নৃশংস বা সমাজে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেওয়া মামলাগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সূত্র জানায়, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ ইরানে মৃত্যুদণ্ডযোগ্য এবং মৃত্যুদণ্ড কার্যকরে ইরান বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে, চীনের পরেই। Related posts:ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৮৭ জনের মৃত্যুসহিংসতার মধ্য দিয়ে শেষ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট, নিহত ৩৫মমতার হ্যাটট্রিক নাকি বিজেপি Post Views: ৩২ SHARES আন্তর্জাতিক বিষয়: