নালিতাবাড়ীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকাল ও দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পৌরশহরের আড়াইআনী বাজার ও দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহত একজনের নাম বাবুল মিয়া (৪২), তিনি উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া এলাকার মৃত আামজাদ আলীর ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ভাগ্নির বিয়ে গেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় বাবুল মিয়া। কিন্তু পরে তার কোন খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকতে। পরে আজ দুপুরে শহরের আড়াইআনী বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে। নিহত বাবুল মিয়ার শরীরে কোন আঘাত না থাকায় মৃত্যুর আসল কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। অপরদিকে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের দাওধারা কাটাবাড়ি এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। একইসাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।