সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে বাদ র্যাব, টাস্কফোর্স গঠনের নির্দেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪ সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির জানান, র্যাবের কাছে থেকে তদন্ত প্রক্রিয়া সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে, অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে ছয় মাসের মধ্যে তদন্ত করে ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। Related posts:কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়: জামালপুরে জ্বালানি উপদেষ্টাক্যাসিনোর সাথে সংশ্লিষ্টতার দায় বিএনপি এড়াতে পারে না : হানিফগার্মেন্টস খোলে দেয়ায় ফের করোনা সংক্রমণ বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী Post Views: ১০০ SHARES জাতীয় বিষয়: