উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে কাউকে নিয়োগ না দেওয়ায় এর প্রতিবাদে ফের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। আজ বুধবার বেলা ১টার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকায় প্রবেশমুখ মডার্ন মোড়ে সড়ক অবরোধে করে বিক্ষোভ করছেন তাঁরা। বেলা ১১টার দিকে ছাত্র-জনতা নগরীর লালবাগ মোড়ে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মডার্ন মোড়ে অবস্থান নেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের উপদেষ্টা নিয়োগসহ আঞ্চলিক বৈষম্য নিরসনের তিন দফা দাবি জানানো হয়। এসব দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে করেন তাঁরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
সেই পরিপ্রেক্ষিতে আজ বুধবার উত্তরাঞ্চল ব্লকেড কর্মসূচি হিসেবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পরে দুর্ভোগ সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মুহূর্তেই শিক্ষার্থীদের আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন তিন উপদেষ্টা। তবে উপদেষ্টা পরিষদের আকার বাড়লেও স্থান পায়নি আবু সাঈদের রংপুর অঞ্চলের কেউই। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এমনকি ক্ষোভ জানিয়ে পোস্ট দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়।