শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি টাওয়ার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। একইসাথে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। ২ ডিসেম্বর সোমবার দিনব্যাপী অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ওই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার ঝিনাইগাতী উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া ও গোমড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ড্রেজার মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি টাওয়ার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় এবং বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। একইদিন শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুইটি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়। অবৈধ বালুর বিষয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন। Related posts:ঝিনাইগাতীতে ৪টি অবৈধ স’মিলের যন্ত্রাংশ জব্দশেখ হাসিনার মানবিকতার জন্যই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েও বাড়িতে আছেন : শ্রীবরদীতে নাদেলঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান Post Views: ১৩৩ SHARES শেরপুর বিষয়: