ওষুধে শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। বিগত সরকারের অনেক জায়গাতে বকেয়া রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘এসব বকেয়া পরিশোধ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে।’ মতবিনিময় সভার আগে এমএজি ওসমানী মেডিকেল কলেজের সব শিক্ষকের সঙ্গে পরিচয়পর্ব হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। প্রমোশন সিস্টেমকে ২৫ শতাংশ গ্রেড ওয়ানে উন্নীতকরণে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। যারা ডিপ্লোমা করেন সেখান থেকে জুনিয়র পদবী তুলে দেওয়ার অনুরোধও করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মো. ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। Related posts:আমরা দ্রুত টিকা নিয়ে আসার চেষ্টা করছি : প্রধানমন্ত্রীবরিশালে ইউএনওর বাসভবনে হামলায় জড়িতদের শাস্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ Post Views: ২৩ SHARES জাতীয় বিষয়: