খুলনায় কসাইকে কুপিয়ে হত্যার একদিন পর অভিযুক্ত কসাইয়ের লাশ মিলল নদীতে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ খুলনার মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি জুয়েল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ মার্চ রোববার সকাল সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জুয়েল উপজেলার সিংহের চর আইচগাতী এলাকার জহুর শেখের ছেলে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় মাংস বিক্রির টাকাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় তিন মাংস ব্যবসায়ীর (কসাই) মধ্যে মারামারি হয়। একপর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে তিনি নদীতে ঝাঁপ দেন। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল সোয়া ৯টার দিকে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, গত শুক্রবার সন্ধ্যায় খুলনার সদর এলাকার মাংস ব্যবসায়ী আরিফ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলের মাংসের দোকানে পাওনা টাকা আনতে যান। এ নিয়ে মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের সঙ্গে আরিফের কথা কাটাকাটি এবং একপর্যায়ে ধস্তাধস্তি হয়। জুয়েল ও রুবেল আপন ভাই। দুজনে আরিফকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। আরিফকে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃতু হয়। Related posts:শ্রীবরদীতে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয়ের উদ্বোধনময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১৩শেরপুরে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা Post Views: ৬৮ SHARES সারা বাংলা বিষয়: