উত্তরা থেকে তুরিন আফরোজ গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছন ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম। তিনি বলেন, গত ২৭ মার্চ উত্তরাতে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। তিনি এজহারভুক্ত আসামি। তার গতিবিধি নজরদারিতে রেখেছিলাম। আজকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। এছাড়া নীলফামারিতে আরও মামলা আছে। তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন তিনি। তবে অভিযুক্ত একজনের সঙ্গে সাক্ষাতের অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের নীলফামারীর জলঢাকায় তার মেয়ের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর ৭ আগস্ট তার উত্তরার বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। হামলার তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার মাথার চুল কেটে দেয় এবং শারীরিক নির্যাতন করে। Related posts:কিছুদিনের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রীচীনের সিনোফার্মের আরও ৬ কোটি টিকা কিনছে বাংলাদেশদুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা পুলিশ সদর দপ্তর Post Views: ৪৭ SHARES জাতীয় বিষয়: