শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার রাতে প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং- স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে সভায় প্রিয় অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ। প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত প্রেসক্লাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জুবায়ের রহমান, মনিরুজ্জামান রিপন, তারিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, সুলতান আহমেদ ময়না, শান্ত রায়, মোরাদ হোসেন চাঁন, মুরাদ মিয়া প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মধ্যে জুবাইদুল ইসলাম, শহিদুল ইসলাম হিরা, কাজী মাসুম, হোসাইন আহমেদ মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা এআই এর প্রভাব মুক্ত থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়। সেইসাথে গণমাধ্যম স্বাধীন ও মুক্ত রাখতে বর্তমান সরকারের গণমাধ্যম সংস্কার কমিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান করা হয়। Related posts:নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিতকরোনা প্রতিরোধে শ্রীবরদীতে পুলিশের সচেতনতা কার্যক্রমবিস্ফোরক মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতা-কর্মী কারাগারে Post Views: ৩৪ SHARES শেরপুর বিষয়: