মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে আসতে বললেন এনসিপি নেত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৫ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। বৃহস্পতিবার (৮ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তাজনূভা পোস্টে লেখেন, ‘এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত।’ মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সরকারে আর মানাচ্ছে না মন্তব্য করে জুলাই আন্দোলনের এই সংগঠক বলেন, ‘তারা (মাহফুজ আলম ও আসিফ মাহমুদ) যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থি নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন।’ আবারও ঐক্যের ডাক দিয়ে তাজনূভা লেখেন, ‘আমিই এত মর্মাহত, শহীদ, আহতদের কেমন লাগছে–তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয় নাই–আদৌতে জুলাই এখনো চলছে।’ Related posts:২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব গণপরিবহন বন্ধদুর্নীতি একেবারে নির্মূল সম্ভব না: স্থানীয় সরকার উপদেষ্টাপুলিশকে কোমর সোজা করে দাঁড়াতে দেন: স্বরাষ্ট্রসচিব Post Views: ৮৩ SHARES জাতীয় বিষয়: