আনুপাতিক ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে: রিজভী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ আনুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোট আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে স্থানীয় পর্যায়ে নেতা ও নেতৃত্ব তৈরি হবে না বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রপিং অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। রুহুল কবীর রিজভী বলেন, পিআর পদ্ধতিতে ভোটাররা দলকে ভোট দেবে। পরবর্তীতে দল তাদের প্রার্থী বেছে সেই আসনে দেবে। এতে এলাকায় আর কেউ নেতা হতে পারবে না। স্থানীয় পর্যায়ে আর কেউ রাজনৈতিক ক্যারিয়ার গড়বে না। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। চাঁদাবাজি-দখলবাজির সঙ্গে যেন বিএনপি নেতাকর্মীদের নাম শোনা না যায়- সতর্ক করে রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে যেন কোন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর নাম শোনা না যায়। মানুষ যেন আমাদের কোন আচারণে ব্যথিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গত ১৬ বছর দূর্বিসহ দিন গেছে। কোন তরুণ রাতে ঘুমাতে পারেনি। শেখ হাসিনার করাল গ্রাস থেকে কেউ নিস্তার পায়নি। শহীদ আবু সাঈদ আইনশৃঙ্খলা বাহিনীর তাক করা বন্দুকের সামনে বুক চেতিয়ে আত্মদান করেছিলেন। তাঁর আত্মদানের মধ্য দিয়ে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে ওঠে। আমরা অনেক তরুণ ছাত্রদের হারিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, রংপুর মেডিকেল কলেজের আহ্বায়ক ডা. মাহমুদল হক সরকার, জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিএনপির ষড়যন্ত্রের ফসল : তথ্যমন্ত্রীঢাকা দক্ষিণ সিটিতে আ’লীগের মেয়র প্রার্থী তাপসের পক্ষে গণসংযোগে ব্যস্ত যুব মহিলা লীগদেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের Post Views: ৫ SHARES রাজনীতি বিষয়: