নালিতাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মারধরের অভিযোগ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শাফিউল হক (৫৫) নামে একজনকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ভুক্তভোগী শাফিউল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের কাচি মৌ নদীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাফিউল হক ওই এলাকার সিরাজ আলীর পুত্র।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাশ্ববর্তী রফিকুল ইসলামের সাথে শাফিউল ইসলামদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ এবং আদালতে মামলা চলছে। সেই বিরোধের সূত্র ধরে বুধবার সন্ধ্যায় রফিকুলের বাড়ির সামনে দিয়ে বনকুড়া বাজারে যাওয়ার সময় শাফিউল ইসলামকে অতর্কিত হামলা করে বেধড়ক মারধর করে কাচিমৌ নদীরপাড় এলাকার সুরুজ আলীর পুত্র রফিকুল ও তার ভাই শফিকুল, কফিল, মস্তু, রফিকুল ইসলামের পুত্র ফরিদুল, হামিদুল ও আতিকুল। পরে শাফিউলের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা করান।
ভুক্তভোগী শাফিউলের পুত্র কামরুজ্জামান বলেন, অভিযুক্তরা ইতিপূর্বে আমার বাবাকে দুইবার মারপিট করেছে। আমাদের ঘরবাড়ি কুপাইয়া ভাংচুর করেছে, বিভিন্ন প্রকার গাছ কেটে বিনষ্ট করেছে। তারা যখন তখন আমাদের এবং আমার পরিবারের সদস্যদের মারার জন্য দৌড়ে আসে। আমি তাদের উপযুক্ত বিচার চাই।
ভুক্তভোগী শাফিউল হক বলেন, আমার উপর অতর্কিত আক্রমন করে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সটকে পড়েন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।