স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে : বাণিজ্য উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৮ মে) সচিবালয়ে সমসমায়িক বিষয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতীয় বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত অফিসিয়ালি এখনো জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে জানা গেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অনেকের মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি সম্পর্কে আলোচনা হতে দেখেছি। রিপোর্টটি এখনো হাতে এসে পৌঁছায়নি। কিছু তথ্য চাওয়া হয়েছে। সেগুলো পেলে এ ব্যাপারে আরও ভালোভাবে জানা সম্ভব হবে। শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরা এর সঙ্গে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে। তবে, নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। তিনি আরও বলেন, দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা রপ্তানি বন্ধ করার পর এবার বাংলাদেশ থেকে অন্তত সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এসব পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ফলমূলসহ অন্যান্য সামগ্রী। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ভারত বাংলাদেশের এসব পণ্য কেবল কলকাতা ও মুম্বাই সমুদ্রবন্দর দিয়ে আমদানি করতে দেবে। ফলে স্থলবন্দর দিয়ে এসব পণ্য রপ্তানির সুযোগ আর থাকছে না। Related posts:বাংলাদেশে কোনো তালেবান-জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতায় র্যালি অনুষ্ঠিতকরোনা সংক্রমণ রোধে শেরপুরের লোকজনকে সতর্ক থাকার আহবান জানালেন পুলিশ সুপার Post Views: ৫২ SHARES জাতীয় বিষয়: