করোনা সংক্রমণ রোধে শেরপুরের লোকজনকে সতর্ক থাকার আহবান জানালেন পুলিশ সুপার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরের সর্বস্তরের লোকজনকে কঠোর ভাবে সতর্ক থাকার আহবান জানিয়েছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেট পায়রা চত্ত্বর এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ওই আহবান জানান। ওইসময় পুলিশ সুপার বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। এজন্য জেলা পুলিশের তরফ থেকে সচেতনতামূলক নানা প্রচারণা, হাত ধোয়ার বেসিন স্থাপন, কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ শহরে অবাধে জনযাতায়াত ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতির আলোকে কাজের পরিধি বাড়িয়ে প্রতিদিন তৃণমূলে পর্যায়েও পৌঁছতে হচ্ছে পুলিশকে। এজন্য তিনি শেরপুরের জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষসহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চলমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে মানুষের ঘরে আবদ্ধ থাকার কোন বিকল্প নেই। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্বিক অবস্থার প্রেক্ষাপটে সকলের সহযোগিতা নিয়ে জেলা পুলিশ অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়ে কাজ করবে। পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:বঙ্গবন্ধুর বাংলায় মাথা উঁচু করেই কথা বলব: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীশেরপুরে তালাকের পরেও স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, স্বামীর যাবজ্জীবনবর্ণাঢ্য অনুষ্ঠানে শেরপুরে এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ৩৭৪ SHARES জাতীয় বিষয়: