নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৭৩৬ বোতল বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদসহ মাদক ব্যবসায়ী নাছির মিয়া (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। শুক্রবার (২৩ মে) ভোরে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বাতকুচি এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির মিয়া উপজেলার মানিকচাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র। র্যাব সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকার বুলবুল মিয়ার পাহাড়ের পশ্চিম পার্শ্বে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী নাছির মিয়াকে আটক করে তার হেফাজত থেকে ৭৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ২৩,৮৬,০০০০/- (তেইশ লক্ষ ছিয়াশি হাজার) টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’ঝিনাইগাতীতে অর্থের অভাবে চিকিৎসা আটকে গেছে এসএসসি পরীক্ষার্থী মনিরেরঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত Post Views: ৪১ SHARES শেরপুর বিষয়: