নালিতাবাড়ীতে ৯টি গরুসহ সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা ৯টি গরুসহ ১৩ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড় ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবারকুড়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। ৯টি গরু ছাড়াও জব্দকৃত পণ্যের মধ্যে ২৫০ পিস মোবাইল ডিসপ্লে ও একটি ইজিবাইক রয়েছে। বিজিবি সুত্র জানায়, ময়মনসিংহের বিজিবি এর ৩৯ ব্যাটালিয়নের অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন চায়না মোড় শালবাগান নামক স্থান হতে ০৯টি ভারতীয় গরু আটক করে তা জব্দ করা হয়। এসময় চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য ও গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করে। তবে এই অভিযানের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি বিজিবি জানায়। অপরদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা গোবরাকুড়া এলাকা থেকে ২৫০ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং তাদেরকে বহন করা একটি ইজিবাইক আটক করেছে। বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। Related posts:দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেরপুরে ব্যবসায়ীদের সাথে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিতশেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুশেরপুরে লকডাউন কার্যকরে কঠোর জেলা প্রশাসন ॥ ১৭৬টি অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা Post Views: ৩৮ SHARES শেরপুর বিষয়: