কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)। পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নিহতদের পরিবারের আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় অনেকে বলছেন নিহতরা মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। তবে কোনোভাবেই কাউকে আঘাত করা যাবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। Related posts:ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছেসরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যাকুমিল্লা জুড়ে বিজয় মিছিল, বাঁধভাঙা উল্লাস Post Views: ২৪ SHARES সারা বাংলা বিষয়: