প্রতারক চক্রের ব্যাপারে পুলিশের সতর্কবার্তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫ প্রতারক চক্রের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রোববার (২৫ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সবার এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং চক্রের ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশ বলছে, জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। Related posts:শ্রীবরদীতে আগুনে ৭ দোকান ভষ্মিভূতঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪বাতাসে শীত আরও বাড়বে Post Views: ৭১ SHARES জাতীয় বিষয়: