শ্রীবরদী থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫ বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ২ জুলাই বুধবার সকালে শ্রীবরদী থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে ওই পরিদর্শনে যান তিনি। পুলিশ সুপার থানায় উপস্থিত হওয়ার পর একটি চৌকস পুলিশ দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা, সরকারি অস্ত্রসহ থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনাপূর্বক পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা-সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। ওইসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো। আব্দুল লতিফ মিয়াসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে স্মার্ট পুষ্টি গ্রাম পরিদর্শন করলেন জেলা প্রশাসকশেরপুরে সেনা সদস্য হত্যার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা, গ্রেফতার ৭নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, পাম্প ও মোটরসাইকেল জব্দ Post Views: ৫৪ SHARES শেরপুর বিষয়: