ঝিনাইগাতীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন। এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতিসহ বিভিন্ন নার্সারী মালিকগণ উপস্থিত ছিলেন। ওইসময় ২৯ জন ক্ষতিগ্রস্ত নার্সারী মালিককে ৫ লাখ ৮ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। Related posts:শেরপুরে সুশীল সমাজের প্রতিনিধির সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভাশেরপুরে গৃহবধূকে গাছে বেঁধে মারধর, দুই ভাইকে কারাদণ্ডশেরপুরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শ্যামলী, সাধারণ সম্পাদক হিসেবে শিমু নির্বাচিত Post Views: ৭৮ SHARES শেরপুর বিষয়: