নালিতাবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল বিতরণ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে সমাজসেবা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
প্রত্যেক উপকারভোগীকে দেশীয় জাতের চারটি করে ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, ভিক্ষাবৃত্তি রোধে ও ভিক্ষুকদের পুনর্বাসনে সরকারের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছাগল বিতরণের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও উপকারভোগীরা।
সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, নন্নী এলাকার হুনুফা (৬০), শেওড়াতলী এলাকার নুর মোহাম্মদ (৭০) এবং নলজোড়া এলাকার আমজাদ আলী (৬০) দীর্ঘদিন ধরে নালিতাবাড়ী ও আশপাশের এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সরকারিভাবে ছাগল প্রদান করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে ভিক্ষাবৃত্তি হ্রাস পাবে এবং উপকারভোগীরা সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।