নালিতাবাড়ীতে নদী থেকে সিএনজি উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে ভাসমান অবস্থায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌরশহরের ভোগাই নদীর আড়াইআনী বাজার ঘাট থেকে সিএনজিটি উদ্ধার করা হয়। সিএনজিটির রেজিষ্ট্রেশন নাম্বার ময়মনসিংহ থ-১১-৩৮৯৯।

সিএনজির চালকের পরিচয় গেছে তিনি নকলা উপজেলার ডুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের পুত্র হুমায়ুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভোগাই নদীর চেয়ারম্যান বাড়ি ঘাটে দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে সিএনজির কোন মালিক বা চালককের সন্ধান না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিএনজি কি করণে নদীতে দুমড়ে মুচড়ে পড়লো এ বিষয়ে কোন কারণ বলতে পারছে না কেউই।
হুমায়ুনের স্ত্রী ঝর্না খাতুন বলেন, আমার স্বামী গত শনিবার রাত ১০ টায় বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হয়। এরপর রবিবার আছরের দিকে ১ বার কথা হয়েছে। তখন আমার স্বামী জানিয়েছে সে নকলা আছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ভোগাই নদীতে সিএনজি পরে থাকার খবর পেয়ে এখানে এসেছি। আমার স্বামীর কোন সন্ধান পাচ্ছি না।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সিএনজিটি উদ্ধার করে তদন্ত চলমান রয়েছে।