শ্রীবরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ রানা, শ্রীবরদী : ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এ স্লোগান কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। ১৪ ই জুলাই সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সামান্তা ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ৬ জন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, রাজনীতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্যব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে পাশাপাশি কবরে চিরনিদ্রায় বাবা-মা-ছেলে-মেয়েনকলায় কাফনের কাপড়ে মোড়ানো বস্তাবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনকলায় বোরো ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন Post Views: ৬০ SHARES শেরপুর বিষয়: