‘বাঙালি হিসেবেই বিশ্বে মাথা উঁচু করে চলবো’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত এক দশকে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, এই অগ্রযাত্রা যেন অপ্রতিরোধ্যভাবে অব্যাহত থাকে। তিনি বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতেও সক্রিয় থাকতে হবে। আমরা বাঙালি, বাঙালি হিসেবেই বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবো। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার। আমরা চাই এই গৌরবের ইতিহাস আমাদের দেশের প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত পৌঁছে যাক। তিনি আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অন্য ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে, তবে নিজের ভাষাকে ভুলে যাওয়া ঠিক নয়। এর আগে, ২০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২০’ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। Related posts:আড়াই বছরে প্রশাসনের ৫৫ কর্মকর্তা শাস্তি পেয়েছেন২ ডিসেম্বর শুরু হবে এইচএসসি পরীক্ষামার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ Post Views: ২৩২ SHARES জাতীয় বিষয়: