নেত্রকোনায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার পেরিরচর গ্রামের পেরির বিল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় পেরির বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান তারা। তারা হলেন, উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তারা মাছ ধরতে বিলে যান। পরে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বিলে তাদের মরদেহ পাওয়া যায়। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। Related posts:জামালপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ অফিসারসহ আহত-৬ ॥ আটক-৩বর্ণাঢ্য আয়োজনে আরএমপি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩ Post Views: ১৬ SHARES সারা বাংলা বিষয়: