নালিতাবাড়ীতে বিরল বন্যপ্রানী গন্ধ গকুল উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া খালপাড় এলাকা থেকে গত শুক্রবার গন্ধ গকুল নামে একটি বন্য প্রানী আটক করেছে এলাকাবাসী। ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে শেরপুরের বন্যপ্রানী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষন বিভাগের ফরেষ্টার মোঃ হাবিবুল্লাহর নিকট প্রানীটিকে হস্তান্তর করা হয়। বনবিভাগ ও এলাকাবাসীর সূত্রে, জানা গেছে, গত শুক্রবার ২১ ফেব্রুয়ারী এলাকার ছোট ছেলে মেয়েরা এই গন্ধ গকুল নামের বন্যপ্রানীটিকে দৌড়িয়ে ধরে। পরে এলাকার শামীম নামে একজন বনবিভাগের নালিতাবাড়ী উপজেলার ফরেষ্টার মোঃ আক্রাম হোসেনের নিকট প্রানীটিকে বুঝিয়ে দেয়। এ ব্যাপারে ফরেষ্টার মোঃ হাবিবুল্লাহ বলেন, গন্ধ গকুল, বন বিড়াল, মেছো বাঘ, বানর, বিভিন্ন পরিযায়ী পাখিসহ মোট ৯টি প্রানীকুল ২০১৯-২০২০ সালে উদ্ধার করা হয়ছে। যা বনবিভাগের কাছে আছে। বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন ২০১২ প্রনিত আছে। কিন্তু বন্যপ্রানী সংরক্ষন নিরাপত্তা বিধানসহ জনসচেনতার অভাবে প্রানীকুল নিরাপত্তার অভবে ভুগছে। এছাড়াও বনভূমি ধ্বংস, বন উজার, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সংঘঠিত হওয়ার কারনে প্রানীকুল ও পরিযায়ী পাখি, বনাঞ্চলের বাইরে এসে নিরাপত্তাহীন ভাবে জনসন্মুখে ঢুকে পড়ছে ফলে দিনে দিনে এরা বিপ্নন হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও গনমাধ্যমের নিকট তাৎক্ষনিক খবর দেয়াসহ বন্যপ্রানী ধরা, মারা, শিকার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি। Related posts:গাজায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যা প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশশেরপুরে অবৈধ ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানানকলা মুক্ত দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা Post Views: ২১৪ SHARES নালিতাবাড়ী বিষয়: