ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৩০ আগস্ট সোমবার বিকেলে ঝিনাইগাতী মেইন রোডস্থ প্রশাখার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়। এসময় প্রশাখার সাধারণ সম্পাদক মোঃ শামিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুকুনুজ্জামান খান রুকন, উপদেষ্টা হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, রোস্তম আলী, হারুন উর রশিদ, মাসুম বিল্ল্যাহ প্রমুখ। এসময় সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম বাঁধন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিক খানসহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সংগঠনের সাবেক সাধারন সম্পাদক শাহরিয়ার আহমেদ কাজল জানান, এ উপজেলায় গত ১৫ বছর ধরে এ সংগঠনটি শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ ১৬ বছরে পদার্পন করছে। তবে সরকারী অনুদান পেলে তাদের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। এ সেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। Related posts:শ্রীবরদীতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার বিচার দাবিতে মানববন্ধনশেরপুরে তুচ্ছ ঘটনায় সময় টিভির প্রতিনিধির উপর হামলা, আটক ১বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ॥ আনার কলি মাহবুব Post Views: ১৯৩ SHARES শেরপুর বিষয়: