ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র, অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ দেশের করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে ঘরের বাহিরে কাজ করতে না পারা কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগ। ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষের ঘরে ঘরে গিয়ে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, সাবান তাদের হাতে তুলে দেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের নেতৃত্বে বিতরণ কার্যক্রমে অংশ নেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হোসেনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ৷ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন জানান, সারা বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ যে মহামারী দেখা দিয়েছে তাতে আমাদের দেশও রক্ষা পায়নি। সরকার করোনা পরিস্থিতি সংক্রমণ রোধে সবাইকে ঘর থেকে বাহির না হওয়ার নির্দেশ প্রদান করেছেন। ফলে বেশি সমস্যায় পড়েছেন কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষরা। তাদের কথা ভেবে আমি একজন ছাত্রলীগের সাধারণ কর্মী হিসেবে ৩০০ পরিবারকে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করছি।