নালিতাবাড়ীতে কর্মহীন ট্রাক চালক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ট্যাংকলড়ী চালক শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ মে শুক্রবার সন্ধ্যায় উত্তর বাজারস্থ কার্যালয়ে প্রায় ২শজন শ্রমিকদের মাঝে সেমাই১টি, চিনি ১কেজি, পোলাও চাল ২কেজি, নুডুলস ১টি, সাবান ১টি,সয়বিন তেল ১লিটার, স্নো ১টি ও নগদ ৫শত টাকা করে বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু। এছাড়াও কার্যকরী কমিটির আহবায়ক হাজী মোঃ হারুনুর অর রশিদ, যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম, সদস্য মোঃ রুকুন্নুজ্জামান, হামিদ মিয়া, তোলা মিয়া, জহিরুল ইসলাম রতন, মোকলেছ, রুবেল, আকাব্বর মিয়া, হাফিজ সরকার, ও আসলাম মিয়াসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।