ঝিনাইগাতীতে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বেসরকারী সংস্থা র‌্যাসডো’র আয়োজনে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় র‌্যাসডো’র ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ঝিনাইগাতী উপজেলা ম্যানেজার মোঃ নাসির উদ্দিন ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত অলোচনা করেন। এছাড়াও সভায় ম্যালেরিয়া থেকে পরিত্রানের বিষয় সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং ম্যালেরিয়া থেকে বাঁচতে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উক্ত বিসিসি ওরিয়েন্টেশন সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, গ্রাম ডাক্তার, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার ২০ জন প্রতিনিধি এতে অংশ নেয়। এসময় অন্যান্যদের মধ্যে, র‌্যাসডো’র হিসাবরক্ষক নজরুল ইসলাম, ল্যাবরেটরী টেকনিশিয়ান মোঃ আশরাফুল ইসলাম, বেলাল মিয়া পিএ ও ওই এলাকার স্বাস্থ্যকর্মী শামসুন্নাহার উপস্থিত ছিলেন।