মাদারগঞ্জে সেচপাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে ২ যুবকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর জেলার মাদারগঞ্জে বিদ্যুৎ পিষ্টে ২ যুবক নিহত হয়েছে। ৩ জুলাই শুক্রবার বেলা ১২ ঘটিকার সময় বন্যার পানিতে সেচপাম্প তলিয়ে যাচ্ছে। সেচপাম্পের বিদ্যুৎ এর লাইন খুলতে গিয়ে ২ যুবক বিদ্যুৎ পিষ্টে মৃত্যুবরণ করে। তারা হলেন উপজেলার আমরীতলা এলাকার ফকির আলীর ছেলে এখলাছ (২৫) ও একই এলাকার মৃত বদি মিয়ার ছেলে আরিফ (২৪)। এলাকাবাসী সুত্রে জানা গেছে বন্যার পানিতে সেচপাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুতের সর্ট লেগে পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরিক্ষার পর তাদের দুজন কে মৃত ঘোসনা করেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ শামিম ইফতেখার। স্বাস্থ্য কর্মকতা ডা: শামী ইফতেখারের দাবি, এখলাস ও আরিফকে মামা আমিনুল ইসলাম হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। Related posts:নাটোরে চুরির অভিযোগে ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গণধোলাইজামালপুরে পাকা সেতু না থাকায় ৭ গ্রামের মানুষের দুর্ভোগজামালপুরে টিসিব’র ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি Post Views: ২৫৭ SHARES সারা বাংলা বিষয়: