জামালপুরে পাকা সেতু না থাকায় ৭ গ্রামের মানুষের দুর্ভোগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ জামলপুর প্রতিনিধি ॥ জামালপুরের মাদারগঞ্জে একটি পাকা সেতুর অভাবে ৭ গ্রামের মানুষকে প্রায় ৩ যুগ ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে ওই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ চরমে পৌছে। জানা গেছে, মাদারগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ গাবেরগ্রাম বাজারের পাশের খালের উপর দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু উপজেলায় অনেক কম গুরুত্বপূর্ণ স্থানে পাকা সেতু নির্মাণ হলেও অজ্ঞাত কারণে ওই স্থানে পাকা সেতু নির্মাণ হচ্ছেনা। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম থেকে ৬-৭মাস উপজেলার সুখনগরী, তারতাপাড়া, খিলকাটি, ফুলজোড়সহ অন্তত ৭ গ্রামের লোকজনকে প্রায় ৬০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরী করে তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। তিনি বলেন, এবারও শুনেছি ব্রিজ নির্মাণের এস্টিমেট হচ্ছে, কিন্তু হবে কিনা তা জানিনা। মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ওই স্থানে ৭০মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের পরিকল্পনা আছে। ইতিমধ্যে মাটি পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ডিজাইনের কাজ চলছে। ডিজাইনের পরে টেন্ডার হতে পারে। Related posts:ভালুকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহতকাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপের ঘটনায় ৪ পুলিশ প্রত্যাহারজামালপুরে দিকদর্শন এর মহরত অনুষ্ঠিত Post Views: ৪০১ SHARES সারা বাংলা বিষয়: