কভিড ১৯ এর বৈশ্বিক সংকটে ‘জামালপুর অনলাইন প্রাইমারী স্কুল’প্রাথমিক শিক্ষাস্তরে নতুন ইনোভেশন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ জামালপুর অনলাইন প্রাইমারি স্কুল’ বাংলাদেশের প্রথম জেলাভিক্তিক অনলাইন প্রাইমারি স্কুল। জাতীয় ও আন্তর্জাতিক এই মহামারীর সময়ে সাধারণ ছুটি ঘোষণার পর জামালপুর জেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা যেন পড়াশোনার মনোনিবেশ হারিয়ে, পিছিয়ে না পড়ে শিক্ষার্থীদের ঘরে বসে ক্লাসের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘জামালপুর অনলাইন প্রাইমারী স্কুল’ চালু করা হয়। ২৮ এপ্রিল থেকে দু’জন সহকারী শিক্ষক, ওঈঞ৪ঊ জেলা অ্যাম্বাসেডর এবং স্কুলের ফেসবুক পেইজ ও গ্রুপের এডমিন যথাক্রমে সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফারহানা মুস্তারী নিঝুম ও বকশীঞ্জ খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাহিদুল ইসলাম পলাশ। ২৮ আগষ্ট জামালপুর অনলাইন প্রাইমারী স্কুলে তাদের ৪ মাস পূর্তি হয়েছে। ৪ মাস পূর্তি উপলক্ষে ১২ সেপ্টেম্বর শনিবার লাইভ ক্লাস ফ্যাস্টিভ্যাল করেন স্থানীয় শিক্ষকসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষকগণ। লাইভ ক্লাস ফ্যাস্টিভ্যালের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আমন্ত্রিত অতিথিগণ এবং স্কুলের এডমিন পরিষদের সদস্যসহ শিক্ষকবৃন্দ। এ বিদ্যালয়ের উদ্দেশ্য হলো জামালপুর জেলার সকল প্রাথমিক শিক্ষার্থীসহ সারাদেশের সকল শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা অব্যাহত রাখা। জামালপুর অনলাইন প্রাইমারি স্কুলে নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছেন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মাঝে পাঠদান পোঁছে দিতে শিক্ষকদের সার্বিক সুযোগ সুবিধা দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনলাইন ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছেন জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতা করে অনলাইন স্কুলের সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে অন্যদিকে শিক্ষকরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইসিটি ও পেডাগোজি ব্যবহারের নিজের দক্ষতা বৃদ্ধি করছে। করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য জামালপুর অনলাইন প্রাইমারি স্কুল তার নানামূখী কার্যক্রম চালু রাখা হয়েছে। Related posts:শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় শহীদ শেখ কামালের জন্মদিন পালিতমাথায় গুলি চালিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যামাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ Post Views: ৫৩৫ SHARES সারা বাংলা বিষয়: