শেরপুরের শ্রীবরদীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সাপের কামড়ে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহিন উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোয়াজ্জেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বসতঘরে ঘুমায় মাহিন। ওইসময় মশারির ভেতরে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোঁবল দেয়। মাহিনের চিৎকার শুনে পরিবারের লোকজন রাতেই তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেলুয়া ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, রাতে নিজ ঘরে বিষধর সাপ মাহিনকে ছোবল দেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।