জামালপুরে মুজিব শতবর্ষ উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ভার্চুয়াল জগতে সর্বপ্রথম জামালপুর জেলার শত শিক্ষার্থীদের অংশগ্রহণে জামালপুর অনলাইন প্রাইমারী স্কুলের ফেসবুক পেইজে দিনব্যাপী শত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। দুটি বিভাগে অনুষ্ঠানের দিনব্যাপি বিভিন্ন শিক্ষক-শিক্ষকদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অনলাইনের উপর বিশেষ আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:এনামূল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তাবৃন্দ, শিক্ষিকক্ষসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা মুস্তারী নিঝুম, জাহিদুল ইসলাম পলাশ ও প্রধান শিক্ষক আলী আসাদ। অনুষ্ঠানের ইনোভেটর হিসেবে ছিলেন সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা মুস্তারী নিঝুম। Related posts:নালিতাবাড়ী প্রেসক্লাব’র নয়া কমিটি ॥ সামেদুল সভাপতি, মনির সম্পাদকনাটোর জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানজামালপুরে দু’দিনে ২৬ জন করোনায় আক্রান্ত Post Views: ২১২ SHARES সারা বাংলা বিষয়: