অলিম্পিকে সুযোগ পাওয়া শেরপুরের সন্তান এ্যাথলেট জহিরকে সংবর্ধনা দিল জেলা প্রশাসন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

স্টাফ রিপোর্টার : টোকিও অলিম্পিক গেইমস-এ ৪শ মিটার ইভেন্টে সুযোগ পাওয়া শেরপুরের কৃতি সন্তান অ্যাথলেট জহির রায়হানকে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে জহিরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি জহিরের সাফল্য কামনা করে বলেন, জহির এলাকা ও দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের হয়ে এখন বিশ্বে খেলাধূলার সবচেয়ে বড় অঙ্গনে অংশ নিচ্ছে। সেখানে এটি অবশ্যই জহির ও শেরপুরবাসীর জন্য গর্বের বিষয়। ওইসময় জহিরের ক্রীড়া সরঞ্জামাদি কেনার জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন। সেইসাথে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনার জবাবে জহির জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অলিম্পিকে ভালো ফলাফল করার জন্য দোয়া কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল ইসলাম, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, ফুটবল কোচ সাধন বসাক, জহিরের বড় ভাই শাহরিয়ার আহমেদ রাসেলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।