ময়মনসিংহ মেডিকেলে আরও ১৪ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন আট জন। বাকি ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। ২১ আগস্ট শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), বদিউজ্জামান (৭৫), এ কে শামসুল হক (৭৫), ত্রিশালের আসমা (৪০), ভালুকার নার্গিস (৬৫), মুক্তাগাছার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) এবং শেরপুর নালিতাবাড়ির সুরুজ্জামান (৮০)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের ফাতেহা (৭০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাটের আব্দুল হালিম (৬০), নেত্রকোনা সদরের সেলিনা (৪৫), সেলিনা (৬০), পূর্বধলার সাবিত্রী রায় (৬০)। তিনি আরও বলেন, আইসিউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ২৪৭ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়েছেন ৩৪ জন। এদিকে, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৮টি নমুনা পরীক্ষায় আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৮ জন। Related posts:কামারের চর ইউনিয়ন পরিষদ ভবনে বিশেষ শান্তি সমাবেশ অনুষ্ঠিতচট্টগ্রামে সহিংসতা ও আইনজীবী হত্যাকাণ্ড, যৌথবাহিনীর অভিযানে আটক ৩০মিঠামইনে মায়ের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন রাষ্ট্রপতি Post Views: ২৩২ SHARES সারা বাংলা বিষয়: