সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ কান্দুলী তিন রাস্তার মোড়ে স্থানীয় নিরীহ ও নিরপরাধ পরিবারগুলোর উপর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার দুপুরে দক্ষিণ কান্দুলী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল হান্নান, মাওলানা সিরাজি ও শরিফ রব্বানী। বক্তারা এসময় বলেন. গত ৬ জুলাই রবিবার দুপুরে জমির সীমানায় থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে শামসুল আলমের লোকজন ও জুয়েল মিয়ার লোকজনের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এতে জুয়েল মিয়ার পরিবারের লোকজন মারধরের শিকারসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওইদিন শামসুল আলমের পরিবারের লোকজন সৈনিক শাকিল সুলতান শান্ত ও সাইদুল মুরসালিন সৌরভ, জুয়েল মিয়ার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটায়। এলাকাবাসী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে এ মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।