ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১ ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ১৬ অক্টোবর শনিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলেরঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পাঁচজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দীন জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়েছে। ওসি আরও বলেন, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকে যান দুটির চালক পলাতক আছে। Related posts:জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসবধার্মিক না হতে পারলে নামাজ পড়লেই হবে না, ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীজামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন Post Views: ২৮১ SHARES জামালপুর বিষয়: