সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যু হয়েছে। ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে মর্মান্তিক ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের ৫ম শ্রেনি পড়ুয়া মেয়ে পূজা রানী (১২) ও তার দাদী সুমতি রানী (৭০)। পারিবারিক সূত্র জানায়, পূজা রানী বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যায়। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে বাতাসে বিদ্যুতের লাইনের খুটি ভেঙে পড়ে। এতে বিদ্যুতের তারের সাথে সে জড়িয়ে গেলে লোকজন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে। তার দাদী সুমতি রানী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এসময় উভয়েই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন। সরিষাবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি বেগম জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদী-নাতনির মৃত্যু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের মধ্যেই এক পরিবারের দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। Related posts:জামালপুরের নতুন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমব্যবসায়ী হত্যা মামলায় কারাগারে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানজামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-৩, আহত-৩ Post Views: ১৭৯ SHARES জামালপুর বিষয়: