ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ৫, ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। রোববার (০৪ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সাকিব (২০)। সে মাদলা নতুন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ১২টার দিকে সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় বিএসএফ ১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসাপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, স্থানীয় চেয়ারম্যান হতে প্রাপ্ত তথ্য মোতাবেক, রোববার রাতে সীমান্ত দিয়ে মোটরসাইকেল নামাতে গিয়ে বাংলাদেশি যুবক সাকিব বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন ও বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, রোববার রাতে বিএসএফের গুলিতে সাকিব নামের এক যুবক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। Related posts:ময়মনসিংহের ভালুকায় চুরি হওয়া গরু উদ্ধার, গ্রেফতার ১রাজশাহী মহানগরে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত Post Views: ২৫ SHARES সারা বাংলা বিষয়: