জামালপুরে সাংবাদিকদের সাথে এসপির বিরোধ নিস্পত্তি করলেন মির্জা আজম

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

জামালপুরে সাংবাদিকদের সাথে এসপি’র মধ্যে চলমান বিরোধটি অবশেষে নিস্পত্তি করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি। ১১ ডিসেম্বর দিবাগত রাত ১০টার দিকে জেলা পরিষদ হলরুমে বিরোধ নিস্পত্তি কল্পে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন-সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক-জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং বিরোধের মূল ব্যক্তি পুলিশ সুপার নাছির উদ্দিন আহাম্মেদ। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরীর অনুষ্ঠান সঞ্চালনায় সাংবাদিক এবং পুলিশ সুপারের মধ্যে চলমান বিরোধের বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করার মধ্য দিয়ে উভয় পক্ষের মান বজায় রেখে বিরোধ নিস্পত্তির উপর গুরুত্বারোপ করা হয়। সভায় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ ও সাংবাদিকরা আগের মতো জামালপুরের উন্নয়নে একই বন্ধনে কাজ করার উপর ঐক্যমত পোষণ করেন।

জামালপুর প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের কর্মকর্তা-সাংবাদিক, পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক নূরুল হক জঙ্গী, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ. জলিল, বাংলার চিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, পল্লীর আলোর সম্পাদক মাহফুজুর রহমান, জামালপুর দিনকালের সম্পাদক সাইদ পারভেজ তুহিন, সাংবাদিক আন্দোলনের সদস্য সচিব ও কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মুনজু, জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বাংলা ভিশনের জাহিদ হাবিব, ইউএনবি’র বজলুর রহমান, চ্যানেল ২৪ এর সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ, নিউজ ২৪ টিভির তানভীর আজাদ মামুন, জনদ্বীপের নির্বাহী সম্পাদক সৈয়দ শওকত জামান, ঘাতক দালাল নির্র্মূল কমিটির সভাপতি-ইটিভির সাংবাদিক মুক্তা আহমেদ, যমুনা টিভির শোয়েব হোসেন, ডিবিসির শুভ্র মেহেদী, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, বাংলাদেশ টুডের সুলতান আলম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আমিনুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের জামালপুর শাখার সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রোকন, ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খাদেমুল হক বাবুল, টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফানসহ শতাধিক ইলেক্ট্রনিক্স-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার জামালপুরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) মেলা আয়োজনের জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত ছিলেন না। এ ক্ষোভে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সাদা-লুৎফরসহ বেশ ক’জন সিনিয়র সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকী প্রদান করেন। এ ঘটনায় জামালপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।