নির্বাচনের দিন যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই : জামালপুরের এসপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২ জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দিন যারা পুলিশের গাড়ি পুড়িয়েছে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে নিরীহ কোন ব্যক্তিকে পুলিশ অযথা হয়রানি করবে না। সেদিন দুষ্কৃতিকারীদের ভালো মানুষরা যদি সহিংসতা করতে বাধা দিতেন তাহলে এ পরিস্থিতি হতো না। নিরপরাধ কোন ব্যক্তি যদি এখনো ঘরের বাইরে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে আসুন। আপনারা আমাদের সহযোগিতা করুন। ওইসময় তিনি আরও বলেন, যারা অপরাধ করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হবে। আমি আশ্বস্ত করে বলছি যারা এ ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে হয়রানি করা হবে না। তিনি বলেন, যদি কোন ব্যক্তি আপনাদের সরলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নিতে চায় তাহলে আমাকে জানান পুলিশ ওই দুষ্টু চক্রকে আইনের আওতায় আনবে। ১৭ জানুয়ারি সোমবার জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, শিক্ষক রাজিউল হাসান লাভলু, মজনু মাষ্টার প্রমুখ। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে একটি পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের পিকআপ ভ্যান ও ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এঘটনায় মেরুরচর, ভাটি কলকিহারা, ফকির পাড়া ও বাঘাডুবা গ্রামের নামীয় ৯২ জন ও অজ্ঞাত ১৬০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে এসব এলাকার মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশের উদ্যোগে নিরপরাধ ব্যক্তিদের ঘরে ফিরতে একাধিকবার সভা করা হয়। Related posts:জামালপুরে বৃদ্ধের লাশ উদ্ধারসরিষাবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যুমাদারগঞ্জে নববধূকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলানোর অভিযোগ Post Views: ২৯৭ SHARES জামালপুর বিষয়: