জামালপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

জামালপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর জেলা প্রেসক্লাব। ২৪ জানুয়ারি সোমবার শতাধিক শীতার্ত মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের সহযোগিতায় দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব এই কম্বল বিতরণ করে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক মুকুল রানা, তানভীর আজাদ মামুন, মো. হাফিজুর রহমান প্রমুখ।